জুলাই ২০১৭ খ্রি. হতে যুব সংগঠন নিবন্ধন কার্যক্রম পবরচালনা করা হচ্ছে। সরকার যুব কার্যক্রম পরিচালনাকারী যুব সংগঠন কে যুব উন্নয়নের নিবন্ধন বাধ্যতা মূলক করেছেন। ডিসেম্বর- ২০১৮ খ্রি. পর্যন্ত ৮৭(সাতাশি) টি যুব সংগঠনকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ০১টি সংগঠনকে নিবন্ধন প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি বছর যুব সংগঠন কে অনুন্নয়ন খাত থেকে এবং যুব কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান করা হয়। এ যাবৎ অনুন্নয়ন খাত হতে ১৮ টি যুব সংগঠন কে ১,২২,২০২/-( এক লক্ষ বাইশ হাজার দুই শত দুই) টাকা এবং যুব কল্যাণ তহবিল হতে ২৩৫(দুই শত পয়ত্রিশ)টি যুব সংগঠন কে ৩৪,২৪,০০০/- ( চৌত্রিশ লক্ষ চব্বিশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ক্রমিক নং | বিবরণ |
অর্থবছরের ডিসেম্বর /২০১৮ পর্যন্ত অগ্রগতি |
ক্রমপুঞ্জিত অগ্রগতি | মন্তব্য |
০১ | যুব সংগঠন স্বীকৃতি | ০২ | ৮৭ টি | |
০২ | যুব সংগঠন নিবদ্ধন | ০১ | ০১ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস