Wellcome to National Portal

Welcome to the information portal  Department of Youth Development, Patuakhali

Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী ও সৃজনশীল  জনসংখ্যার এ বিরাট অংশকে উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূলধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে। দেশ গঠনে যুব সমাজের দ্বায়িত্ববোধ জাগ্রত করা, গঠনমূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখল কর্মী বাহিনী  হিসেবে দেশের আর্থ-সামাজিক  উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ বাড়াতে  যুবউন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালী শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য যুবউন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা  হয়। সে ধারাবাহিকতায় তখনি পটুয়াখালী জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় স্থাপন করা হয়। বর্তমানে পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ রোডে ২ কি:মি: দুরে দূর্গাপুরে অফিসটির অবস্থান।